নকীব উদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: আরজিকরের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ও চিকিৎসকদের সুরক্ষার দাবি তুলে সকাল থেকেই কর্ম বিরতির ডাকদেয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার ও নার্স ডাক্তার পড়ুয়ারা। যার জেরে সকাল থেকে বন্ধ হয়ে পড়ে ডায়মন্ড হারবার হাসপাতাল বহির্বিভাগ।মূলত প্রত্যন্ত এই সুন্দরবন এলাকার একমাত্র জেলা হাসপাতাল এই ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে দূরদূরান্তের বহু রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা আসে চিকিৎসা করাতে আসে ,সেখানেই এমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও বন্ধ হয়ে পড়ে সমস্ত ওপিডি পরিষেবা। যার ফলে কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হয় রোগী ও রোগীর পরিবারের লোকজনদের। গাইনো বিভাগে দেখাতে আসা তসলিমা গাজী বলেন মথুরাপুর এলাকা থেকে এসে সকাল থেকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকল কোন টিকিট করতে পারা যায়নি এবং ডাক্তারবাবুকে দেখাতে পারিনি। সেই কারণে ফিরে যেতে হচ্ছে।
তবে বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসক ও নার্সিং পড়ুয়াদের দাবি আরজিকরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষকে। জুনিয়র চিকিৎসক নবনীতা পাঠক বলেন এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি আছে সেসব ব্যক্তিদেরকে শাস্তি দিতে হবে শাস্তি না দিলে আমাদের এই আন্দোলন চলবে।
অন্যদিকে এই একই দাবিকে সামনে রেখে কাকদ্বীপেও চিকিৎসক ও নার্সেরা একটি প্রতিবাদ মিছিলে শামিল হন। সব মিলিয়ে সকাল থেকেই জেলার দুই সুপার স্পেশালিটি হাসপাতাল জুনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে থাকে ন্যায্য বিচারের দাবিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct