অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় পঞ্চাশ তম বর্ষপূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলী অডিটোরিয়ামের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতা নন্দী, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ বিমান চক্রবর্তি সহ আরো অনেকে। এদিন অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মহাবিদ্যালয়ের ছাত্রীরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ ডক্টর বিমান চক্রবর্তী। তাঁর ভাষণের মধ্য দিয়ে গোল্ডেন জুবিলী অডিটরিয়ামে তৈরীর ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন তিনি।
এ বিষয়ে অধ্যক্ষ ড. বিমান চক্রবর্তী বলেন, ‘২০১১ সালের পরিচলন কমিটির সভায় আমরা একটি অডিটোরিয়াম তৈরীর কথা ভেবেছিলাম। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্পিতা ঘোষের আর্থিক সহযোগিতায় এই অডিটোরিয়াম গড়ার কাজ শুরু হয়। পরবর্তী সময়ে বালুরঘাট শহরের বিভিন্ন মানুষজন এই অডিটোরিয়াম গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অডিটোরিয়ামটি গড়ে তোলা সম্ভব হয়েছে।’
এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মহিলা মহাবিদ্যালয় রয়েছে। ছাত্রীরা যাতে আরো বেশি করে এখানে ভর্তি হতে পারে তার জন্য সদা আমাদের সচেষ্ট থাকতে হবে। মেয়েরা আরো বেশি করে লেখাপড়ায় অংশগ্রহণ করুক এটাই আমরা চাই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct