নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: বিভিন্ন হাসপাতালগুলিতে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিলেও তমলুকে মেডিকেল কলেজে মানবিক চিত্র ফুটে উঠলো। বুকে কালো ব্যাজ পরে রোগী দেখলেন চিকিৎসকেরা।আর জি করের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। রাজ্যের রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি,কাকদ্বীপ ,বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তমলুকে ধরা পড়লো অন্য চিত্র। প্রতিবাদে সোচ্চার হলেও জামায় কালো ব্যাজ পরে রোগী দেখছেন চিকিৎসকরা। তমলুক মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, তারা বুকে কালো ব্যাজ পরে রোগী দেখছেন । যাতে রোগীর পরিবার সমস্যায় না হয়। রোগী থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষদের তারা যেন তাদের পাশে পান। ইতিমধ্যেই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আর জি কর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের। সেই প্রসঙ্গে বলেন আমরা এই ধরনের খবর অনেক আগেই পেয়েছি। সেই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবী জানান তমলুক মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা। তবে আরজিকর কাণ্ডে খুনির কঠোর শাস্তি চাই বলে এক বাক্যে সকলেই কন্ঠ মেলান। অন্যদিকে,সোমবার তিনদিনে পড়লো ডাক্তারদের অবস্থান বিক্ষোভ । ডাক্তারদের এই আন্দোলন একদম সঠিক । চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়া রোগিরাও জানাচ্ছেন প্রতিবাদ। আর জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সোমবারও বন্ধ থাকলো কল্যানী জে এন এম হাসপাতালের চিকিৎসা । শুধু মাত্র আপদকালীন ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ থাকলো কল্যানী হাসপাতালে। পাশাপাশি সোমবার টানাতিন দিন ধরে কল্যানী মেডিকেল কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন সেখানকার ডাক্তারি পড়ুয়ারা । অস্থায়ীভাবে তাবু খাটিয়ে হাসপাতালের সামনেই চলছে তাদের অবস্থান বিক্ষোভ । তারা জানান ,তাদের দাবি যে মেয়েটির মৃত্যু হয়েছে সে এই কল্যানী মেডিকেল কলেজেরই একজন প্রাক্তনী । তাঁর সাথে এই ঘটনা তারা মেনে নিতে পারছেন না । তাই সেই মেয়েটির সাথে যারা এই রকম একটি ঘৃণ্য কাজ করলো তাদেরকে গ্রেফতার করে যতো দিন না পর্যন্ত সুবিচার দেওয়া হবে তত দিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে । তবে এই দিন কল্যানী মেডিকেল কলেজে চিকিৎসা করাতে এসে হতাশ হয়ে ফিরে যাওয়া রোগিরাও জানালেন, ডাক্তারদের আন্দোলন ঠিকই আছে। আমাদের একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু এই ঘটনায় ডাক্তারদের এই আন্দোলন একদম সঠিক ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct