সাবের আলি, বড়ঞা, আপনজন: একটি পুকুরে কীটনাশক ঢেলে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি। ফেলার অভিযোগ উঠল। রবিবার গভীর রাতের ওই ঘটনা বড়ঞা থানার, ঢেকা বীচকান্দি গ্রামের। এই ঘটনায় সোমবার পুকুর মালিক আলাউদ্দিন শেখ পুলিসে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর বড়ঞা থানার পুলিস তদন্ত শুরু করলেও অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি।
পুকুর মালিক বলেন, কয়েকবছর ধরে গ্রামের মসজিদ সংলগ্ন এলাকার ওই পুকুরে আমি মাছ চাষ করে আসছি। মাছ চাষের ফলে কারও কোনদিন ক্ষতিও হয়নি। কিন্তু এদিন রাত থেকে হঠাৎ করে পুকুরে মাছ মরতে শুরু করে। সকাল হতে দেখি পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। একটি কীটনাশকের বোতল জলে ভেসে রয়েছে। আমার সন্দেহ কেউ পুকুরে কীটনাশক ঢেলে দেওয়ার কারণেই মাছের মরতে লেগেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct