আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার স্ট্রেট জেনারেল হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের প্রতিবাদ কর্ম বিরতি করে বিক্ষোভ। আরজি কর নিগৃহীত হয়ে জুনিয়র ডাক্তারি ছাত্রী কে খুনের ঘটনায় দোষীর কঠরতম শাস্তি চেয়ে শান্তিপুর স্টেট্ জেনারেল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের হাতে প্ল্যাকার্ড এবং কালো ব্যাচ পরে বিক্ষোভ প্রতিবাদ।
সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নদীয়ার শান্তিপুর হাসপাতালেও ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভ দেখান তৎসহ হাসপাতাল চত্বরে পদ যাত্রাও করেন। তারা এই ঘটনার নির্মমতা প্রসঙ্গেও ধিক্কার জানান। তাঁদের দাবি এই ঘটনার সাথে যারা যুক্ত তাঁদের গ্রেফতার এবং দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যেন আগামী দিনে এই ঘটনার সাথে অভিযুক্তদের শাস্তি দেখে সমাজে তার প্রভাব পরে এবং ডাক্তার রা শুধু নয় সাধারণ মানুষও বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকে। আরজি কর হাসপাতালের ঘটনায় করা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,তিনি বলেছেন কেন্দ্র সরকার যদি সঠিক আইন পাস করে তাহলে এই ধরনের যারা কীর্তিকলাপ করবে তাদের সাত দিনের মধ্যে শাস্তি হওয়া উচিত, এবং ইন কাউন্টার করে দেওয়ার মতো বার্তাও তিনি দিয়েছেন। কেন্দ্র সরকার যদি এই ধরনের কঠোর আইনের বিল পাস করে তাহলে রাজ্য সরকারও সহমত পোষণ করবে।এখন দেখার ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় আরো কি কি তথ্য উঠে আসে এবং দোষীরা কতটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শান্তিপুর হাসপাতালে চিকিৎসক পবিত্র বেপারী বলেন, এই ধরনের ঘটনা গোটা পৃথিবীর কোন হাসপাতালে যেন না হয় এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে কঠিন শাস্তি দাবি করেন। চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা।বন্ধ হয়েছে চিকিৎসা
আপৎকালীন বিভাগের পরিষেবাও প্রভাব পড়েছে জেলার সরকারি হাসপাতালে।