আপনজন ডেস্ক: ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ২০২৪ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রক। এবার বিশ্ববিদ্যালয় বিভাগে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জামিয়া মিলিয়া ইসলামিয়া। মজার ব্যাপার হলো, তিনটি বিশ্ববিদ্যালয় গত বছর থেকে তাদের আধিপত্য অব্যাহত রেখেছে এবং একই স্থান ধরে রেখেছে। গত তিন বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে আইআইএসসি। এবার চতুর্থ স্থানে উঠে এসেছে মণিপালের মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন। এমএএইচই এর পরে পঞ্চম স্থানে রয়েছে বিএইচইউ বারাণসী। দিল্লি বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে। তারপরে অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম গত বছরের থেকে সপ্তম স্থান ধরে রেখেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এ বছর নবম থেকে অষ্টম স্থানে উঠে এসেছে এবং নবম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিও এই বছর অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে। এ রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮তম, স্থান পেয়েছে। দেশে কলেজের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে দিল্লির হিন্দু কলেজ। কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ তৃতীয় স্থান দখল করেছে। সেন্ট জেভিয়ার্স কলেজের স্থান চতুর্থ। গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শীর্ষে বেঙ্গালুরুর আইআইএস। জেএনইউয়ের স্থান ১৮ ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থান ১৯। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ২১। ইঞ্জিনিয়ারিংয়ে সেরা আইআইটি মাদ্রাজ। ১২ তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মেডিক্যাল কলেজের ক্ষেত্রে দেশের সেরা এইমস দিল্লি। কলকাতার মেডিক্যাল কলেজ রয়েছে ৪৪তম স্থানে রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে তামিলনাডুর আন্না বিশ্ববিদ্যালয়। তারপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের মধ্যে সেরা ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আইন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেরা বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল। পশ্চিমবঙ্গ আইন বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct