আপনজন ডেস্ক: ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার কলকাতাস্থিত ওড়িশা রাজ্যের প্রশাসনিক দফতর উৎকল ভবন-এ দাবিপত্র জমা দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান পীরজাদা মুহাম্মদ নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ওড়িশায় বাংলা ভাষায় কথা বলার জন্য সেখানে বাঙালি যেভাবে হেনস্থা ও আক্রান্ত হচ্ছেন। কান ধরে ওঠবোস এবং গৃহবন্দি করে রাখা হচ্ছে তা িনন্দনীয়। বাংলা ও ওড়িশার সঙ্গে একটি বন্ধুত্ব সম্পর্ক রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। উৎকল ভবনে সেক্টর অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দোষীদের শাস্তি দাবি করেছেন তিনি।এই রাজ্যের ২১ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছেন।অন্য অন্য রাজ্যের দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ যে করেছেন সেই কথাটাও তিনি বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct