এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ওড়িশায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের শারীরিক হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদে সোমবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে কলকাতার উৎকল ভবনে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ দেখানো হয় সোমবার । বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য ওড়িশায় ফেরি করতে যাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিগ্রহের শিকার হতে হচ্ছে। ওড়িশায় পশ্চিমবঙ্গের কয়েকটির জেলার মুসলিম ফেরিওয়ালাকে মারধর ও নিগ্রহের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকারও। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে কথাও বলেছেন। রাজ্যের শ্রমিকদের উপর হামলার ঘটনা খতিয়ে দেখার অনুরোধ করেছেন মমতা ৷ পশ্চিমবাংলা থেকে যাওয়া মুসলিম পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ করার ঘটনায় সরব হয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান ৷ সোমবার কামরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কলকাতার ওড়িশা ভবনে একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন খলিল মল্লিক, গোলাম রহমান, হাজি কামরুদ্দীন মল্লিক, সমাজকর্মী সাইফুল হক প্রমুখ।
ভবনের বাইরে 'উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করো' ইত্যাদি প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ওই গণসংগঠনের নেতাকর্মীরা ৷ মুহাম্মদ কামরুজ্জামান বলেন, উড়িষ্যায় বাঙ্গালীদের নির্যাতনে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে । একইসঙ্গে নির্যাতনের শিকার হয়ে ঘরে ফেরা মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ ও কাজের সুযোগ করে দেওয়ার দাবি জানান ৷ ঘটনাস্থল গুলিতে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিনিধি দলকে পাঠানোর অনুরোধ জানিয়েছেন । এ দিন বিক্ষোভকারীরা বাংলা উড়িষ্যা সংকীর্ণ প্রাদেশিকতাবাদের বিরুদ্ধে স্লোগান তোলেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct