নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: ওড়িশার বিভিন্ন প্রান্তে পশ্চিমবাংলার বাঙালি ফেরিওয়ালাদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্মম অত্যাচার চালাচ্ছেন সে রাজ্যের মানুষ। নিগ্রহের শিকার হয়েছেন অনেকেই। বলা ভাল বিষয়টি জাতিগত হিংসায় পরিনত হয়েছে। আক্রান্ত বেশির ভাগই, বীরভূম মুর্শিদাবাদ ও মালদা জেলার বাঙালি বাসিন্দা। এরা সবাই পরিযায়ী শ্রমিক। ফেরিওয়ালা হিসেবে এরা দীর্ঘদিন ধরে জীবন জীবিকা চালাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের প্রাণকেন্দ্র লেনিন সরণিতে ওড়িশার উৎকল ভবনে বাঙালিদের স্বার্থ রক্ষার সংগঠন ‘বাংলা পক্ষ’ সংগঠন সোমবার ঘেরাও অভিযান চালায়।
সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ক্ষোভের সুরে বলেন, যারা ওখানে বাঙালির ওপর অত্যাচার চালাচ্ছেন তারা শাস্তি পাচ্ছে কিনা আমরা ২৪ ঘন্টার মধ্যে দেখতে চাই তার প্রমাণ । বাঙালি ফেরিওয়ালাদের আধার কার্ড কেড়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ওড়িশায় ভারতের যে সংবিধান লাগু আছে এই রাজ্যেও একই সংবিধান। তাহলে এখানকার মানুষও সে রাজ্যের মানুষের আধার কার্ড কেড়ে নিতে পারেন। আগুন নিয়ে খেলতে বারণ করেন গর্গ। ২৪ ঘণ্টার সময় দিয়ে হুঁশিয়ারি দিয়ে গর্গ বলেন, শান্তি সম্প্রীতি স্থাপন করুন। নাহলে নিউটনের তৃতীয় সূত্রের কথা মাথায় রাখতে হবে। তিনি সম্প্রীতি রক্ষার নির্দেশ দেন।
এরপর সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন বাঙালি শান্তিপ্রিয় জাতী দয়াকরে আগুন নিয়ে খেলা করবেন না,খেললে হৃতের বিপরীত হবে।এই রাজ্যেও অসংখ্য উড়িষ্যার মানুষ কর্মসূত্রে বসবাস করছেন তাহারাও বিপদে পড়তে পারে।একতরফা খেলা হবেনা বলে তিনি সাফ জানিয়েছেন । আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বাঙালি হেনস্থা বন্ধ করুন, নাহলে তারপর ফল ভালো হবে না। বাঙালি মার খাবে আর আমরা চুপ করে বসে দেখবনা বলেও হুমকি দিয়েছেন। আক্রান্ত চলতে থাকলে আগামী ২৪ ঘণ্টা পর কি হবে সেই দিক নির্দেশনা বাংলা পক্ষ কাজে লাগাবে। তবে মাননীয় মমতা ব্যানার্জীর নেক নজরের দিকেও তাকিয়ে থাকছে সংশ্লিষ্ট সংগঠনটি। এদিন কলকাতা জেলা সহ বাংলা পক্ষ’র বিভিন্ন শাখা কমিটির সদস্যরা হাজির ছিলেন।সভায় দফায় দফায় জয় বাংলা শ্লোগান ওঠে।’বেশি উড়িসনা’ নামক ফেস্টুন সংগঠনের সদস্যদের মুগ্ধ করেছিল। ‘বাঙালির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’নামক শ্লোগান সভায় বেশ সাড়া ফেলেছিল। এদিন উড়িষ্যা সরকারের আরক্ষা বিভাগের যুগ্ম সচিব বাঙালি হেনস্থা বন্ধের আশ্বাস দিয়েছেন। উপস্থিত ছিলেন অরিন্দম চ্যাটার্জী ও ডা, আব্দুল লতিফ সহ শীর্ষ স্থানীয় নেতারা। সংগঠনের একটি প্রতিনিধি দল সেক্টর অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct