নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আরজিকর হাসপাতালের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এর ঘোষণা অনুযায়ী কলকাতা পুলিশের তরফ এ হেল্পলাইন নাম্বার চালু করা হয়। হাসপাতাল সংক্রান্ত হেল্পলাইন নাম্বার হল ১ ৮ ০০৩৪৫৫৬৭৮।সেই দিন রাতের কর্তব্যরত আরজি কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ পুলিশ চন্দন গুহকে সরানো হল। তার বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে নিরাপত্তা রয়েছে কিনা তা তিনি দেখভাল করেননি। রবিবার ফের স্পট ভিজিট করতে আরজিকর হাসপাতালে বিকেলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। কলকাতা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের সাথে এক প্রস্থ বৈঠকও করেন।তদন্ত সেরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার জানান,স্টুডেন্টদের যে কোয়ারি ছিল সেটা এড্রেস করা হয়েছে। ভারপ্রাপ্ত জয়েন সিপি ক্রাইম মুরলীধর শর্মা উনি রবিবার নিহত চিকিৎসকের ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলে। ফ্যামিলিকে পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে এসেছেন তিনি। ওনাদেরও যে কোয়ারি ছিল এড্রেস করা হয়েছে। আমরা মনে করি পরিবার স্যাটিসফাই। তাও ওনাদের কোন কোয়ারি থাকলে আমাদের বলতে পারেন। নানা ধরনের গুজব রটছে। সেগুলো হল অনেকগুলো লোক যুক্ত রয়েছে। কাউকে প্রটেক করার চেষ্টা করা হচ্ছে। এইগুলো গল্প বানানো হচ্ছে। এইভাবে অভিযোগ গুলির বিরুদ্ধে সরব হন কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন,যদি কারোর কোনো কোয়ারি থাকে, আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। স্টুডেন্টরাও যদি মনে করেন আরো কেউ যুক্ত থাকতে পারেন তাহলে আমাদের জানাবেন। পুলিশ কমিশনারের দাবি, ফরেনসিকের সঙ্গে কথা বলা হবে দেহে আঘাত এর বিষয়ে।
সিসিটিভি ব্যাপারেও বলেছি সুপ্রিম কোর্টের গাইডলাইনস যে রয়েছে তা যথাযথ মেনে তদন্ত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct