নকীব উদ্দিন গাজী, বকখালি, আপনজন: বকখালিতে সমুদ্রের জলে তলিয়ে মৃত তিলজলার ২ যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবারের ছুটি কাটাতে কলকাতার তিলজলা থেকে ৫ বন্ধু বকখালীতে ঘুরতে যান। বিপত্তি ঘটে সমুদ্রে নামার পর। দুপুরে সমুদ্র নেমে ২ বন্ধু জলে তলিয়ে যান। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, সিভিল ডিফেন্স ও উপকূল রক্ষী বাহিনী সমুদ্রে তল্লাশি চালিয়ে সন্ধ্যা নাগাদ ২ যুবকের দেহ উদ্ধার করে। জানা যায় মৃত দুই যুবক, মিজান মহসিন (১৯), আমান আলি (১৯) কলকাতার তিলজলার বাসীন্দা।
অন্যদিকে ঘটনার পর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct