সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: এবার কেরালায় কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের পার রঘুনাথপুর মালিপাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিকের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকায়।
পরিবার সূত্রে মৃত যুবকের নাম জানা যায় মেজারুল ইসলাম(৩০)। গত দশ মাস আগে সংসারের হাল ধরতে কাজের জন্য কেরালায় পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে ভালোই কাজ করছিলেন রাজমিস্ত্রির। যাওয়ার পর থেকে সেখানে ভালোই চলছিল কাজ হঠাৎ করে দশদিন আগে কাজ করার সময় পেটে যন্ত্রণা শুরু হয় সেই তার পরেই অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা অসুস্থ অবস্থায় সেখানেই চিকিৎসার জন্য এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। তার পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক মেজারুল ইসলামের। যদিও পরিবার ও স্থানীয়রা জানান মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে স্ত্রী সহ দুই মেয়ে এক ছেলে এবং বৃদ্ধ মা রয়েছে সকলেই মেজারুল ইসলামের উপর নির্ভর শীল তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সকলে এখন কিভাবে চলবে সংসার, সরকারি সাহায্যের আবেদেন করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি কিভাবে মেজারুল ইসলামের নিথর দেহ আসবে গ্রামের বাড়িতে সেই নিয়ে চিন্তিত সকলে। যদিও গ্রামবাসীদের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে আসার ব্যবস্থা চলছে।ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct