আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: আরজি কর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে কোলকাতার সিভিক পুলিশ সঞ্জয় রায়।সেই ঘটনাকে তীব্র প্রতিবাদ জানায় ডি.ওয়াই.এফ.আই-এর ছাত্রপরিষদ। মগরাহাটের ডি.ওয়াই.এফ.আই-এর তরফ থেকে সি.পি.আই.এম-এর পার্টি অফিস থেকে বিকাল ৫.৩০ নাগাদ একটি প্রতিবাদ মিছিল করে হরিশঙ্করপুর প্রাইমারী স্কুল মাঠ পর্যন্ত। এই মিছিল চলাকালীন মগরাহাট স্টেট ব্যাঙ্কের সামনে প্রায় ১০ মিনিট রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য ডাক দেয়। প্রতিবাদ মিছিলে বলা হয় যেখানে একটি ডাক্তার সুরক্ষা নেই, সেখানে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে ডি.ওয়াই.এফ.আই-এর ছাত্রী-ছাত্রীরা। পুলিশ নিরাপত্তা দেবে কিন্তু পুলিশ যদি এই কাজ করে তাহলে আমরা কোথায় যাবো। এছাড়াও আরও বলেন, যে রাজ্যে লক্ষীদের কে লক্ষীর ভান্ডার দিচ্ছেন সরকার। সেই রাজ্যে লক্ষীদেরকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডি.ওয়াই.এফ.আই-এর সম্পাদক সাকিব আহমেদ। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, মগরাহাট ব্লকের সি.পি.অই.এম-এর সম্পাদক চন্দন সাহাসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সরদার রিপোর্ট, দুয়ারে সংবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct