আপনজন ডেস্ক: প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবল ফাইনালে দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ১ পয়েন্টের ব্যবধানে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ শেষ সোনা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
তবে ম্যাচটা অন্যরকম হতে পারত। যদি স্বাগতিক ফ্রান্সের বাস্কেটবল তারকা গ্যাবি উইলিয়ামসের পা লাইনের ভেতরে না যেত। তখন ২ পয়েন্টের বিপরীতে ৩ পয়েন্ট পেলেই ম্যাচ টাই হয়ে যেত। সেটা না হওয়ায় ৬৭-৬৬ ব্যবধানে ম্যাচ জিতে পদকের লড়াইয়ে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে যুক্তরাষ্ট্র।
মেয়েদের বাস্কেটবলের ম্যাচের মতোই সোনার পদকের লড়াইটাও বেশ জমে ওঠে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যেকার। শেষ ইভেন্টে যুক্তরাষ্ট্রের মেয়েরা সোনা জিততে না পারলে পদকের লড়াইয়ে দুইয়ে থেকে শেষ করতে হতো তাদের। তখন ৪০ সোনা নিয়ে শীর্ষে থাকত চীন। তবে শেষটায় সোনা জিতে এই পদকে চীনকে স্পর্শ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সমান ৪০ সোনা হলেও রুপায় চীনকে পেছনে ফেলেছেন সিমোন বাইলস ও নোয়াহ লাইলসরা। যার ফল হিসেবে ১২৬ পদক জিতে চূড়ায় যুক্তরাষ্ট্র। ৪০ সোনার বিপরীতে ৪৪ রুপা এবং ৪২ ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দুইয়ে থাকা চীনের ৪০ স্বর্ণের বিপরীতে ২৭ রুপা ও ২৪ ব্রোঞ্জ। সব মিলিয়ে তাদের পদক ৯১ টি। তিনে আছে জাপান। তাদের মোট ৪৫ পদকের মধ্যে ২০ সোনা, ১২ রুপা আর বাকি ১৩টি ব্রোঞ্জ।
চারে আছে অস্ট্রেলিয়া। তারা ১৪ সোনা ও ১৯ রুপার বিপরীতে ১৬ ব্রোঞ্জ জিতেছে। আর পাঁচে রয়েছে স্বাগতিক ফ্রান্স। ১৬ সোনার বিপরীতে ২৬ রুপা এবং ২২ ব্রোঞ্জ জিতেছে তারা। সবশেষে টোকিও অলিম্পিকেও পদকের শীর্ষে ছিল এই তিন দেশ।
প্যারিসে মোট অংশ নেওয়া ২০৬ দেশের মধ্যে মোট পদক জিতেছে ৮৯টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct