আপনজন ডেস্ক: প্যারিস অলিম্পিকের শুরুর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করে আলোচনায় এসেছিলেন জাপানের ভলিবল তারকা ইউজিজি নিশিদা। জাপানের হয়ে সেদিন পয়েন্ট পাওয়ার পর রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্যাপনে মেতে ওঠেন নিশিদা। আর এবার একই উদ্যাপনে আলোচনায় রোনালদোর স্বদেশি দুই সাইক্লিস্ট ইউরি লেইতাও এবং রুই অলিভিয়েরা।
সিউ উদ্যাপন হচ্ছে গোল করার পর কিছুটা দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটো শরীরের দুই পাশে নামিয়ে আনা। উদ্যাপনের সময়ে রোনালদোকে মুখে ‘সিউ’ বলে চিৎকারও দিতে দেখা যায়। ফুটবল–দুনিয়ায় এই উদ্যাপন এখন ট্রেডমার্কে পরিণত হয়েছে।
রোনালদো শুরু করলেও দ্রুত অন্য ফুটবলারদেরও এই উদ্যাপনে মেতে উঠতে দেখা যায়। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং আলেহান্দ্রো গারনাচোদের মতো অনেকেই এর আগে এমন উদ্যাপন সেরে আলোচনায় আসেন। এরপর ধীরে ধীরে এই উদ্যাপন ফুটবলের বাইরেও ছড়িয়ে পড়ে। এবারের অলিম্পিকেই যেমন একাধিক অ্যাথলেট এই উদ্যাপনে মনে করিয়ে দিয়েছেন ‘সিআর সেভেন’কে।
ভলিবল তারকা নিশিদার উদ্যাপনের কথা তো আগেই বলা হয়েছে। একইভাবে উদ্যাপন করতে দেখা যায় ইকুয়েডরের অ্যাথলেট ব্রায়ান দানিয়েল পিনতালদোকে। আর এবার উদ্যাপনের মধ্য দিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে মনে করালেন লেইতাও এবং অলিভিয়েরা। সোনা জয়ের পর দুজনই মেতে ওঠেন রোনালদোর ‘সিউ’ উদ্যাপনে। এই উদ্যাপন দিয়ে নিজেদের দেশের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেটকে শ্রদ্ধাও জানালেন তাঁরা।
ট্র্যাক সাইক্লিংয়ে ছেলেদের ম্যাডিসন ফাইনালের লড়াইয়ে ইতালির সিমিওনে কোনসোনি এবং এলিয়া ভিভিয়ানিকে পেছনে ফেলে সোনা জিতেছেন লেইতাও ও অলিভিয়েরা। আর এ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ডেনমার্কের মিশেল মোরকোভ এবং নিকলাস লারসেন।
সোনা জয়ের পর উচ্ছ্বসিত অলিভিয়েরা বলেছেন, ‘আমি ভাষাহীন। এই পুরো ব্যাপারটি আমার জন্য স্বপ্নের মতো। আমার মনে হচ্ছে না এটা সত্যিই ঘটেছে। আমার জীবনে একটা একক রেসও জিততে পারিনি। অনেক হতাশা পার করে এই মুহূর্ত এসেছে। কেউ যদি আমাকে বলত, আমি আমার প্রথম রেস অলিম্পিকে জিতব, আমি বলতাম তুমি কি মজা করছ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct