আপনজন ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ড্রোন হামলায় রবিবার পাঁচজন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে, যারা সিরিয়ার ভেতরে একটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে। তবে হামলার পেছনে কারা ছিল তা এখনো স্পষ্ট নয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়া-ইরাক সীমান্তের কাছে একটি অজ্ঞাত ড্রোন ইরানপন্থী যোদ্ধাদের সামরিক যান লক্ষ্য করে হামলা করে। এতে পাঁচজন যোদ্ধা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটির মতে, ড্রোন হামলাটি সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইযোর প্রদেশে হয়েছে, যেখানে ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। জায়গাটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে হামলা চালায়।
জুন মাসে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বিমান হামলায় ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছিলেন, যাদের মধ্যে কমপক্ষে দুজন ইরাকি ছিলেন।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল শত শত হামলা পরিচালনা করেছে। এ সব হামলায় প্রধানত সেনাবাহিনীর অবস্থান ও ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের মধ্যে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যরাও রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct