নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আরজি কর হাসপাতালে এবার ইমার্জেন্সি বিভাগেও কর্ম বিরতি ডাক দিল জুনিয়র ডাক্তাররা। তাদের স্পষ্ট দাবি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীকে চিহ্নিত করতে হবে। কলকাতা পুলিশের যে বিশেষ তদন্ত কমিটি গঠন হয়েছে এবং একজন যে গ্রেপ্তার হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। তাই আন্দোলনে অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ সাধারণ নাগরিকদের সমর্থন ও যোগদানের আবেদন জানালেন আন্দোলনরত পড়ুয়া ডাক্তাররা। রবিবার আরজিকর হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা শনিবার বহিরাগত চিকিৎসকদের একাংশকে হাসপাতালে ঢুকতে দেওয়ার জন্য যে বাধা সৃষ্টি করা হয়েছিল সে বিষয়ে ক্ষমা চান। সকল স্তরের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের তাদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। রবিবার দুপুর থেকে যে জায়গায় ত্রিপল পেতে পড়ুয়া চিকিৎসকরা আন্দোলন শুরু করেছিলেন সেখানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়। এর থেকেই পরিষ্কার যে আন্দোলন দীর্ঘতর রূপ নেবে। রবিবার আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ সকলের ছুটি বাতিল করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যখন কাজে যোগ দেওয়ার নির্দেশিকা জারি করেন।
তার কিছুক্ষণ পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পড়ুয়া ডাক্তাররা হাসপাতালে সমস্ত রকম তাদের পরিষেবা দেওয়ার কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করেন।
আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা যে সকল দাবি পেশ করেন তার মধ্যে অন্যতম এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কি পরিমান ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা সরকারকে ঘোষণা করতে হবে। এই ঘটনায় হাসপাতালের চেস্ট বিভাগের প্রধান সহ প্রিন্সিপাল এবং ভিএসপি সকলকে ১২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। লিখিতভাবে এই ঘটনার জন্য কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাইতে হবে। প্রতিদিন তদন্তের গতিপ্রকৃতি কি তা তাদের প্রতিনিধিদের জানাতে হবে। এইসব দাবি গুলি যতক্ষণ না পূরণ হবে তাদের কর্ম বিরতি কর্মসূচি লাগাতার চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন আরজিকর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct