আপনজন ডেস্ক: রাজনৈতিক টানা পোড়োনের কারণে দুই দেশ ভারত-পাকিস্তানের সম্পর্ক শীতল হলেও ক্রীড়াবিদদের কাছে সম্পর্কটা তেমন নয়। পরষ্পর একে অপরকে শ্রদ্ধা ও সম্মান করেন দুই দলের ক্রীড়াবিদরােই। সাম্প্রতিক সময়ে এই সম্পর্কতে ভিন্ন এক মাত্রা যোগ করেছেন দুই জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ও আরশাদ নাদিম। আরশাদ ও নীরজের মন্তব্যে বরাবরই উষ্ণ সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে। সুযোগ পেলেই দুজন দুজনের দারুণ প্রশংসা করেছেন। প্যারিস অলিম্পিকে সেই মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। শুধু নিজেদের মধ্যেই নয়, উষ্ণ সম্পর্কের রেশ পড়েছে দুই পরিবারের মধ্যেও। অলিম্পিকে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জেতা আরশাদকে নিজের ছেলে বলেই সম্বোধন করেছিলেন নীরজের মা সরোজ দেবী। সেটার প্রতিদান যেন এবার দিলেন পাকিস্তানি জ্যাভলিন তারকা। আজ দেশে ফেরার পর বন্ধুপ্রতিম প্রতিদ্বন্দ্বী নীরজের মাকে নিজের মা বলেই সম্বোধন করেছেন আরশাদ। গত ৪০ বছরে ইতিহাসে পাকিস্তানকে প্রথম স্বর্ণ এনে দেওয়া তারকা বলেছেন,‘একজন মা সবার মা। তিনি সকলের জন্য প্রার্থনা করেছেন। নীরজের মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমারও মা। আমার জন্য তিনি প্রার্থনা করেছেন। দক্ষিণ এশিয়া থেকে আমরা দুজনই শুধু বিশ্বমঞ্চে পারফর্ম করেছি।’ এর আগে আরশাদের মা রাজিয়া পারভিনও অলিম্পিকে রুপা জয়ী নীরজকে নিজের সন্তান বলে সম্বোধন করেন।
শত্রুভাবাপন্ন দুই দেশের মানুষদের মাঝে যেন শান্তির বার্তাই ছড়িয়ে দিচ্ছেন নীরজ-আরশাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct