আপনজন ডেস্ক: সেবি চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস। সাংসদ রাহুল গান্ধি বলেন, বাজার নিয়ন্ত্রকের সততা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ঘটনায় যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।
রাহুল গান্ধি এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী কেন জেপিসি তদন্তে এত ভয় পাচ্ছেন তা এখন পুরোপুরি পরিষ্কার।কংগ্রেস বলেছে যে সুপ্রিম কোর্টের উচিত “পুরো কেলেঙ্কারি” সম্পর্কে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করা এবং তার ছত্রছায়ায় তদন্ত করা কারণ এখানে তদন্তকারী সংস্থা সেবির বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাহুল গান্ধি আরও জোর দিয়ে বলেন, এই জাতীয় “গুরুতর অভিযোগের” পরিপ্রেক্ষিতে বুচ মোটেই তার অবস্থানে থাকতে পারবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এর আগে ২০২৩ সালের জানুয়ারির হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পরে সুপ্রিম কোর্টে আদানিকে ছাড়পত্র দিয়েছিল। তবে সেবি প্রধানের বিরুদ্ধে ‘কুইড-প্রো-কো’ নিয়ে নতুন অভিযোগ উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। মধ্যবিত্ত শ্রেণির ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা যারা তাদের কষ্টার্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সুরক্ষা দেওয়া দরকার, কারণ তারা সেবিতে বিশ্বাস করে। এই বিশাল কেলেঙ্কারির তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটির তদন্ত জরুরি।
“ততদিন পর্যন্ত উদ্বেগ অব্যাহত থাকবে যে প্রধানমন্ত্রী মোদী তার মিত্রকে রক্ষা করা চালিয়ে যাবেন, সাত দশক ধরে কষ্ট করে নির্মিত ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির সাথে আপস করবেন,” খাড়গে এক্স-এ একটি পোস্টে লিখেছেন। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী মোদী এবং সরকার তাদের ‘নিজস্ব বাজার নিয়ন্ত্রক’ সম্পর্কে কী বলছে?এক্স-এ একটি পোস্টে রাহুল গান্ধি বলেছেন, “ক্ষুদ্র খুচরো বিনিয়োগকারীদের সম্পদ রক্ষার দায়িত্বে থাকা সিকিউরিটিজ নিয়ন্ত্রক সেবির সততা তার চেয়ারপার্সনের বিরুদ্ধে অভিযোগের দ্বারা মারাত্মকভাবে আপস করা হয়েছে। দেশজুড়ে সৎ বিনিয়োগকারীদের কাছে সরকারের কাছে প্রশ্ন রয়েছে: সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এখনও পদত্যাগ করেননি কেন? বিনিয়োগকারীরা যদি তাদের কষ্টার্জিত অর্থ হারিয়ে ফেলেন, তাহলে কার জবাবদিহি থাকবে? প্রধানমন্ত্রী মোদী, সেবির চেয়ারপার্সন নাকি গৌতম আদানি? রাহুল গান্ধি প্রশ্ন তোলেন, যে নতুন এবং ‘অত্যন্ত গুরুতর’ অভিযোগ সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি আরও একবার স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি খতিয়ে দেখবে? তিনি বলেন, “এটা এখন অনেকটাই পরিষ্কার যে প্রধানমন্ত্রী কেন জেপিসি (যৌথ সংসদীয় কমিটি) তদন্তে এত ভয় পাচ্ছেন এবং এর ফলে কী বেরিয়ে আসতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct