আপনজন ডেস্ক: আজ রবিবার আরজি কর হাসপাতালের সকল চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ অবিলম্বে ছুটি বাতিলের নির্দেশিকা জারি করেছে। আগে থেকে যাদের ছুটি অনুমোদিত হয়েছিল তাদের কেউ অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার আর জি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে এক পড়ুয়া তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। এরপর থেকে সেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছে। সেই পরিপেক্ষিতে রবিবার দুপুরে হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং অ চিকিৎসকদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ওই নির্দেশিকায় ছুটি বাতিলের পাশাপাশি হাসপাতালের সমস্ত কর্মীদের তাদের নির্দিষ্ট পোশাক পড়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই নোটিশ জারির কয়েক ঘন্টা পরেই সুপারকে তার পদ থেকে সরানো হয়। নতুন সুপারের দায়িত্ব নিয়েছেন ওই হাসপাতালে ডিন বুলবুল মুখোপাধ্যায়। অন্যদিকে আরজি কর হাসপাতালের এই ঘটনায় সমস্ত সরকারি হাসপাতাল সহ জাতীয় স্তরের চিকিৎসক সংগঠন গুলি লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে। সোমবার ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন একদিনের পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে। দেশ জুড়ে চিকিৎসক সংগঠন গুলি দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছে। আগামী মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জাতীয় স্তরের চিকিৎসক সংগঠন গুলির পক্ষ থেকে। সব মিলিয়ে যত সময় এগোচ্ছে তত আর্জি করে এর পড়ুয়া তরুণীর ধর্ষণও খুনের ঘটনাকে সামনে রেখে চিকিৎসকদের আন্দোলন বড় রূপ নিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct