সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে রামপুরহাট হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যায়।দেখা যায় যে শনিবার হাসপাতালে পোস্টার দিয়ে বলা হয়েছে কোলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। তবে পোস্টার বা নোটিশে কোথাও উল্লেখ নেই কাদের পক্ষ থেকে এই পরিষেবা বন্ধ পালন করা হচ্ছে।এর ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে,দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়েছেন সমস্যায়। উল্লেখ্য আর.জি.কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সমগ্র রাজ্য।খবরে প্রকাশ, হাসপাতালে ঢুকে যুবতী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে।উক্ত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে রামপুরহাট হাসপাতালের চিকিৎসক থেকে ডাক্তারি পড়ুয়া সহ সকল নার্স কর্মীরা।শনিবার সকাল থেকে বিক্ষোভের জেরে হাসপাতালের সমস্ত বিভাগের কাজকর্ম বন্ধ হয়ে যায়। যারফলে সমস্যার মধ্যে পড়তে হয় দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীরা। হাসপাতালের চতুর্দিকে দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা প্রদান বন্ধের পোস্টার। মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ পদযাত্রা করে হাসপাতাল চত্বর মুখরিত করে তোলে।এমএস ভিপি ডাঃ পলাশ দাস বলেন-হাসাপাতালের বহির্বিভাগ বন্ধ আছে তা কিন্তু জানা নেই। তবে কিছু জুনিয়র ডাক্তার এসেছিল তাদের বিবেকের কাছে অনুরোধ করেছি যে ইমারজেন্সি পরিষেবা খোলা রাখতে। সিনিয়র ডাক্তার রয়েছে। রোগী আসলে অবশ্যই দেখা হবে বলে তিনি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct