সাবের আলি, বড়ঞা, আপনজন: নতুন চার লেন রাস্তা সম্প্রসারণ নতুন করিডরের জন্য বরাদ্দ হলো ১০,২৪৭ কোটি টাকা। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে, জমি অধিগ্রহণের ১০০% কাজ কমপ্লিট হলেই কাজ শুরু হবে। এই সড়ক পথ কলকাতা থেকে খড়গপুর আরামবাগ বর্ধমান মুর্শিদাবাদ জেলাকে যুক্ত করে উত্তরবঙ্গ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুবিধা হবে।। এই সড়ক পথের দৈর্ঘ্য ২৪২ কিমি, এই সড়ক পথ ১৩০ কিমি গতিতে যানবাহন চলা যাবে সেরকম ভাবে নির্মাণ হবে। লেন সড়ক পথ জন্য বরাদ্দ ১০,২৪৭কোটি টাকা।
বোম্বাই রোড খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম গ্রীন ফিল্ড এক্সপ্রেসওয়ে। NH-116A চার লেন রাস্তা সম্প্রসারণ এর কাজ কবে শুরু হবে? কোন রুট দিয়ে যাবে? এটা কি স্টেট হাইয়াই ধরে যাবে? বাদশাহী রোড দিয়ে যাবে? তা নিয়ে অনেকেই জানতে চাইছিলেন। ইতিমধ্যেই এই নতুন করিডরের জন্য ১০,২৪৭ কোটি বরাদ্দ হয়েছে। ২৪৩ কিলোমিটার দৈর্ঘ্য এই চার লেন সড়ক পথ হবে ১২০ কিঃমিঃ গতি সম্পন্ন রোড। এই রোডের জমি অধিগ্রহণের প্রক্রিয়ার কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। মেদিনীপুর বর্ধমান সাইডে জমি মাপ করা এবং জমি অধিগ্রহণের জন্য সমস্ত নথিপত্র নেওয়া হয়েছে। টাকা অনেকেই চাষী হয়তো পেয়েছে, মুর্শিদাবাদ জেলার দিকেও কিন্তু জমি অধিগ্রহণের কাজ অনেক আগেই শুরু হয়েছে। কোন রুট দিয়ে যাবে এটি জানা গেছে, খড়গপুরের বম্বে রোড থেকে শুরু করে, আরামবাগ বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার করে, মুর্শিদাবাদ বদ্যনাথপুর, করণা, চৌকি, বদুয়া, ফরিদপুর কাপাসডাঙ্গা, খড়গ্রাম, শেরপুর, পাঁচ গ্রাম, একটু সাইডে কিছুটা নলহাটি ব্লক এবং কিছুটা সাগরদিঘী ব্লক হয়ে মোরগ্রাম NH12 সঙ্গে লিংক হবে। এটি উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা কে উন্নত করবে। এটি সম্পূর্ণ নতুন রোড হবে ফাঁকা মাঠ এবং জমির মধ্যে দিয়ে যাবে চার লেন, এবং জমি মাপের ক্ষেত্রে সেটাই দেখা গেছে। এবং এটাও জানা গেছে যে কোন ট্রাফিক থাকবেনা। এ রোড নেশনাল হাইবে অথরিটি অফ ইন্ডিয়া ভারতমালা প্রকল্পের অন্তর্গত। ২০২৮ চালের মধ্যে কমপ্লিট করার টার্গেট নিয়েছে। ফর লেন রোড টিতে খুব দ্রুত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কম সময়ের মধ্যে যাওয়া যাবে। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে অনেক মানুষ উপকৃত হবে হবে বলে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct