হাসান লস্কর, মথুরাপুর, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকে একমাত্র ভরসা মথুরাপুর গ্রামীন হাসপাতাল। আর ব্লক হাসপাতালে দেখা গেল পানীয় জলের সমস্যা। মূলত হসপিটাল ছেড়ে ২০০ মিটার দূরে টিউবওয়েল আছে। টিউবয়েলের চারপাশে গাছ গাছালি ভর্তি থাকায় বিভিন্ন কীট পতঙ্গের ভয়ের মধ্যে দিয়ে পানীয় জল আনছে রোগীর পরিবারের লোকজন। পানীয় জলের সমস্যার ও কথা এলাকার মানুষ বিএ ও এইচ কে জানিয়ে কোন সুরাহা মেলেনি এলাকার মানুষ এমনটা অভিযোগ করছে। স্থানীয় নমিতা তাঁতী অসীম গায়েন সমস্যার এই কথা জানালে খুব দ্রুত সঙ্গে পানীয় জলের সমস্যার সমাধান যাতে হয় তার সুরাহা ব্যবস্থা করবে। এর পাশাপাশি মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের কথায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে পানীয় জলের সমস্যা নেই হসপিটালে সাব মার্শাল বসবে খুব তাড়াতাড়ি। এবং রোগীর আত্মীয় সজনদের পানীয় জলের সমস্যা সমাধান হবে। বি এম ও এইচ বেণীমাধব মাঝির কথায় আমরা চেষ্টা করছি বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি অতি শীঘ্রই সমাধানের ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা তার ও চিন্তাভাবনা করছি আমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct