আলম সেখ, কলকাতা, আপনজন: শুক্রবার কলকাতার আর জি কর হাসপাতালে এক জুনিয়র তরুণী ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেমিনার হলে।
মর্মান্তিক সেই ঘটনা প্রকাশ্যে আসার পর শোকাহত রাজ্যবাসী, পাশাপাশি তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দলের তরফে নানান ভূমিকা ও বিবৃতি দেওয়া হয়।
এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন, বেটি বাঁচাও বেটি পরাও এর স্লোগান দিয়ে নিজেদের লোকের হাত থেকেই দেশের মেয়েদের নিরাপত্তা দিতে অনেক আগেই ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার। দেশের প্রতিটা মা বাবা বুকভরা আতঙ্ক নিয়ে মেয়েকে উচ্চ শিক্ষিত করতে পড়তে পাঠিয়ে থাকেন, আজ বাংলার অন্যতম ব্যস্ত হাসপাতাল কলকাতার আর জি কর-এ হওয়া ঘটনা ডাক্তার বা উচ্চ শিক্ষিত হয়ে চাকরি করার স্বপ্ন দেখা প্রতিটা মেয়ের মা বাবাকে গভীর আতঙ্কে ফেলে দিয়েছে। হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির সেই জুনিয়র মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তা হৃদয় স্পর্শকাতর। সোস্যাল ডেমোক্র্যাটি পার্টি অফ ইন্ডিয়া এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে ও দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে পাশাপাশি ঘটনাকে আড়াল করার চেষ্টা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ যে ভূমিকা নিয়েছে তারও জোরালোভাবে তদন্তের দাবি জানাচ্ছে।
তিনি আরও বলেন, এ কথাও ঠিক যে রাজ্য সরকারের উপরে আঙুল উঠবে এই সমস্ত ঘটনাকে কৌশলে আড়াল করার চেষ্টা হয়ে থাকে, ইতিপূর্বেও অনেককেই দুবার ময়নাতদন্ত করা হয়েছে।
এক্ষেত্রেও সেই রকম কিছু হবে না এই আশঙ্কা ফেলে দেওয়ার নয় তবে উক্ত বিষয় নিয়ে বিজেপির তরফে দেওয়া বিবৃতি আরো হাস্যকর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct