আপনজন ডেস্ক: দক্ষিণ লেবাননের সিডন শহরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় এই হামলা হয়। হামাসের সূত্র এবং দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, নিহত ওই কমান্ডারের নাম সামের আল হাজ। লেবাননের বন্দরশহর সিডন থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলওয়েহ নামের একটি ফিলিস্তিনি শরণর্থী শিবিরের কাছে নিহত হয়েছেন তিনি। হামলায় তার দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন।
হামাসে সূত্র জানিয়েছে, নিহত সামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র।
গত ১০ মাস ধরে ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এসব গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডে রকেট, ড্রোন ও কামান হামলা চালিয়েছে। যদিও বেশিরভাগ হামলা ও পাল্টা হামলা সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে ইসরায়েলি হামলাগুলো লেবাননের কিছুটা গভীরেও হয়েছে।
জানুয়ারিতে বৈরুতের উপকণ্ঠে একটি ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরৌরি নিহত হন। গত সপ্তাহে একই এলাকায় একটি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct