নকীব উদ্দিন গাজী, আমতলা, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলাকে উন্নয়ন করার জন্য প্রশাসনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি শনিবার দিন আমতলা অডিটোরিয়াম হলে বিকাল দক্ষিণ ২৪ পরগনা জেলা আধিকারিক ও পঞ্চায়েত পৌরসভার বিধানসভার বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক ডাকেন । জেলাতে কি কি উন্নয়ন করতে হবে সেই নিয়ে আলোচনা হয় যেখানে পানীয় জল রাস্তাঘাট উন্নয়নের নজর দেন ৭০ কোটি টাকার প্রকল্পের নেওয়া হয় নেওয়া হয় ৭৫ কোটি টাকার রাস্তা কাজ হবে নতুন করে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ডাক্তার এবং ওষুধ যে সমস্যা আছে সেগুলোকে সমাধান করার আশ্বাস দেন। কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া ডায়মন হারবার লোকসভা কেন্দ্রের বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে সেই ভাতা গুলো আরো দেয়া হবে। পুজোর সময় দুস্থ পিছিয়ে পড়া মানুষদের বাড়িতে গিয়ে তাদের নতুন পোশাক পৌঁছে দেবে দলীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা উন্নয়নের দিকে প্রশাসন যাতে নজর দেয় সে ব্যাপারে জেলা আধিকারিকদের বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।। এদিন প্রেস বিবৃতিতে জানান আর জি কর হসপিটালে যে ঘটনা টি ঘটে সেটি মর্মান্তিক ও দুঃখজনক, সাত দিনের মধ্যে বিচার করে দোষী কে এনকাউন্টার করে মারা উচিত। কোনভাবে রিয়াদ করা যাবে না।অবিলম্বে দোষির সাজা প্রয়োজন মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে জানিয়েছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব হয় দোষীকে শাস্তি দেবার কথা বলেছেন। পাশাপাশি যে সকল রাজনীতির দল এই দুঃখজনক ঘটনাকে নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে জানান যে তারা একসঙ্গে সহমত হয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে একটি বিল পাস করুক যে বিলের মাধ্যমে সবাই একত্রিত হয়ে দোষীরা যেন সাত দিনের মধ্যে সাজা পায় ।
অপরদিকে প্রতিটি হসপিটালে রাত্রি নটা দশটার পর অবাধে যাতায়াত বন্ধ করা প্রয়োজন। যেমন খুশি যে খুশি প্রবেশ করতে না পারে এই জায়গাটা দেখার প্রয়োজন। তার জন্য সব রকম ব্যবস্থা নেয়া দরকার। ২৪ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ পুলিশ আসামিকে গ্রেফতার করে। তবে তিনি জানান সিসিটিভি থাকার কারণে আসামিকে ধরতে সহজ হয়েছে।
তবে যতদ্রুত সম্ভব আসামি সাজা পাক এমনটাই দাবি করেন সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন এই সভাতে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও সাংসদ প্রতিমা মন্ডল বিধায়ক শওকাত মোল্লা পান্নালাল হালদার শঙ্কর হালদার ও জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি সহ-সভাপতি সীমন্ত মালি পক্তের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের জাঙ্গীর খান অশোক দেব বিধায়ক সহ পুলিশ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct