আপনজন ডেস্ক: শুক্রবার হিন্দু রক্ষা দলের একটি দল তাদের নেতা ভূপেন্দ্র তোমার ওরফে পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে গুলধর রেলওয়ে স্টেশনের কাছে গাজিয়াবাদের কাভি নগর এলাকায় বস্তিতে হামলা চালিয়ে দাবি করে যে বাসিন্দারা বাংলাদেশি। হামলার দুটি ভিডিওতে, যা প্রথমে গোষ্ঠীটির নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রচারিত হয়েছিল, ভিজিল্যান্টদের তাঁবু ভাঙতে, বাসিন্দাদের জিনিসপত্রে আগুন ধরিয়ে দিতে এবং ক্রমাগত ধর্মীয় গালিগালাজ করার সময় মুসলমানদের লাঠি দিয়ে আক্রমণ করতে দেখা যায়। যদিও কংগ্রেস নেতার দাবি, এই হামলা চালানো বস্তির কোনও বাসিন্দাই বাংলাদেশি নয়, তারা গরিব ভারতী মুসলমান নাগরিক। িহন্দুত্ব ব্রিগেডের দ্বারা ভারতীয় মুসলমানকে বাংলাদেশি বলে মারধরের বিষয়টি প্রকাশ্যে আসায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনীত। তিনি বলেন, যারা নিরীহ মুসলমানদের মারধর করে তারা হিন্দু হতে পারে না।
তিনি জানান, পুলিশ বলেছে তদন্তের সময় কোনও বাংলাদেশিকে ওই বস্তিতে বসবাস করতে পাওয়া যায়নি, যার অর্থ সবাই ভারতীয় নাগরিক। পুলিশ আরও জানিয়েছে, পিঙ্কি চৌধুরী এবং তার ১৫-২০ জন সহযোগীদের বিরুদ্ধে প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিয়া শ্রীনীত বস্তিতে মুসলিমদের মারধরের ঘটনার ভিডিও এবং পুলিশের বিবৃতি শেয়ার করেন, যাতে বস্তির বাসিন্দাদের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে তা স্পষ্ট দেখতে পাওয়া যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct