সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন : আরজি করের ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে কর্মবিরতি শুরু করল জুনিয়ার চিকিৎসকরা । আর জি করে চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় প্রকৃত তদন্ত চেয়ে আজ থেকে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলিনী মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকরা। আজ সকাল থেকে শুধুমাত্র ইমার্জেন্সি পরিসেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখে আউটডোর ও ইনডোর পরিসেবায় কর্মবিরতি শুরু করেন তাঁরা। এই কর্মবিরতিতে পিজিটি, ইনটার্ণ ও হাউস স্টাফরা যোগ দিয়ে মেডিক্যাল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
গতকাল আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকদের মধ্যে। আজ সকাল থেকে সেই ক্ষোভেরই বহি:প্রকাশ ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ইমার্জেন্সি পরিসেবায় কাজে যোগ দিলেও আউটডোর ও ইনডোর পরিসেবা ক্ষেত্রে এদিন কাজে যোগ না দিয়ে তাঁরা মেডিক্যাল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। জানা গেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ২৪ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ২৭০ জন ইনটার্ণ ও ৬০ জন হাউস স্টাফ এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের দাবী অবিলম্বে আর জি করে চিকিৎসক ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়ার চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুনিয়ার চিকিৎসকদের এই কর্মবিরতি জেরে মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিসেবায় তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরী হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct