মোহাম্মদ জাকারিয়া, ডালখোলা, আপনজন: উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয়ের নাম এবার সগর্বে উচ্চারিত হতে চলেছে ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লায়। মহাবিদ্যালয়ের এক উজ্জ্বল ছাত্র সম্প্রতি ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় অনুষ্ঠিত হওয়া বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। এ ঘটনায় পুরো মহাবিদ্যালয় এবং জেলার মানুষ গর্বিত ও আনন্দিত।
ডালখোলা শ্রী অগ্রসন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর জয়িতা বসু এ প্রসঙ্গে বলেন, "এই সম্মান শুধু আমাদের ছাত্রের নয়, এটি সমগ্র মহাবিদ্যালয়ের গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পড়াশোনার জন্য নয়, জাতীয় পর্যায়ে বিশেষ সাফল্য অর্জনের জন্যও পরিচিত হচ্ছে। আমাদের ছাত্রের এই অর্জন মহাবিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক বিশাল অনুপ্রেরণা।"
জাতীয় সেবা প্রকল্প (NSS) এর প্রোগ্রাম অফিসার দিলীপ হাজরা বলেন, "আমাদের ছাত্র মোহাম্মদ আশফাকের এই অর্জন NSS ইউনিটের কার্যক্রমের একটি স্বীকৃতি। তিনি সর্বদা সমাজের জন্য কাজ করেছেন এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে নিজের স্থান করে নিয়েছেন। এই সুযোগ তাকে আরও উচ্চতায় নিয়ে যাবে এবং অন্য ছাত্রদেরও উৎসাহিত করবে সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে।"
NSS ইউনিটের ভলেন্টিয়ার মোহাম্মদ আশফাক বলেন, "এই আমন্ত্রণ পেয়ে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের পুরো ইউনিটের পরিশ্রমের ফল। লাল কেল্লায় জাতীয় নেতাদের পাশে দাঁড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি মনে করি, এই সুযোগ আমাকে আরও বেশি দায়িত্বশীল ও উৎসাহী করবে জাতীয় উন্নয়নের কাজে নিজেকে যুক্ত রাখতে।"
ডালখোলা মহাবিদ্যালয়ের এই সফলতার গল্প প্রমাণ করে যে যোগ্যতা, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে একজন ছাত্রও জাতীয় পর্যায়ে সম্মান অর্জন করতে পারে। মোহাম্মদ আশফাকের এই অর্জন, আগামী প্রজন্মের ছাত্রদের জন্য এক আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা তাদেরকে আরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct