সাবের আলি, বড়ঞা, আপনজন: রোড সেফটির কারণে ভেঙে ফেলা হল পানীয় জলের প্রকল্প থেকে পার্ক। শুক্রবারের ওই ঘটনা বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে।
এদিন সেখানে প্রশাসনের পক্ষ থেকে জেসিবি দ্বারা ওই পার্কটি ভেঙে ফেলা হয়। একই সাথে কয়েকবছর আগে তৈরি সেখানকার পানীয় জলের প্রকল্পটিও আর থাকল না। যা নিয়ে বাসিন্দাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। কেউ এই ঘটনাকে ক্ষতি হল বলে জানালেও অনেকে আবার ভালোই হয়েছে বলে দাবি করেছেন।
কুলি চৌরাস্তা এই পার্কটি স্থাপন করে কুলি। আর জিপাটি। পরে পার্কটি প্রশাসনের দেখাশোনা করত।
বড়ঞা থানার ভারপ্রাপ্ত অনেক আধিকারিকের দেখা গিয়েছে এই পার্কে। বৃক্ষরোপণ করা এবং সৌন্দর্য বাড়ানোর জন্যই লাইট লাগানো হয়েছিল।
এই পার্কে রাজ্য সরকারের তিন লক্ষ অধিক ব্যায় গড়ে উঠেছিল পানীয় জল প্রকল্প তৈরি হয় কুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথযাত্রীরা জল পান করত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এটা ভাঙ্গার কারণে স্থানীয় বাসিন্দা থেকে পথযাত্রীরা অনেকেই সমস্যা সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন।
যদিএই বিষয়ে বড়ঞা বিডিও গোবিন্দ দাস জানান, জেলা রোড সেফটি কমিটি থেকে অনেক আগেই ওই জায়গা ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। এটি আজ বাস্তবায়িত হয়েছে। তবে গোটাটাই পুর্ত দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। তবে, বিডিওর কথাতে সন্তুষ্ট হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct