চন্দনা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর, আপনজন: এবার মামার খুনের বদলা নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করলো বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম বিশ্বজিৎ হালদার, ওরফে কৃষ্ণা( ৩৪)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ।ধৃতকে শুক্রবার নরেন্দ্রপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে সাত থেকে আট জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েক টি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।এমনকি বাড়ির মহিলাদের কেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও বেশ কয়েকটি গাড়িও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এরপর থেকেই গা ঢাকা দেয় বিশ্বজিৎ সহ তাঁর দলবল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ।সেখানে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে।কিন্তু এই ঘটনার পর থেকেই পলাতক হয়ে যায় ওই দুষ্কৃতীরা। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে দেয় পুলিশ। অবশেষে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার মূল অভিযুক্ত বিশ্বজিতকে গ্রেপ্তার করা হয়।নরেন্দ্রপুর থানার বোড়ালের সরলদিঘি এলাকা থেকে তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজ পেতে অভিযুক্তকে দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয় আদালতের কাছে বলে জানা যায় পুলিশ সূত্রে।সম্প্রতি বেশ কয়েক বছর আগে বোড়াল মালিপাড়া এলাকায় গণেশ পুজোর রাতে বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছিল বাবুসোনা সরদার নামে এক ব্যক্তিকে।সেএলাকায় কুখ্যাত দুষ্কৃতী নামেই পরিচিত ছিল।এই ঘটনার কয়েক বছর পর বাবুসোনা সরদারের ভাগনে বিশ্বজিৎ তাঁর মামার খুনের বদলা নিতেই এ ধরনের দুষ্কৃতী তান্ডব চালায় বলে স্থানীয়দের অভিযোগ।তবে এই ঘটনায় সে কোনো ভাবেই যুক্ত নয় বলে বিশ্বজিত এদিন জানান, তাকে ফাঁসানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।তবে এখন দেখার কত দিনের মধ্যে বাকি দুষ্কৃতী দের গ্রেফতার করতে পারে পুলিশ?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct