মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: জাতীয় যুব কংগ্রেসের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনন্য উদযাপনের সাক্ষী হলো উত্তর দিনাজপুরের করণদিঘী বিধানসভা। শুক্রবার, দোমোহনা জাতীয় কংগ্রেস কার্যালয়ের সামনে দলের পতাকা উত্তোলনের মাধ্যমে রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর কংগ্রেসের শক্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। এই অনুষ্ঠানে যুব কংগ্রেসের ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক শাহিন নায়াজ, করণদিঘী ব্লক যুব কংগ্রেসের সভাপতি সারোয়ার আলম, এবং জেলা যুব কংগ্রেসের সম্পাদক মতিউর রহমান।
এ প্রসঙ্গে ভিক্টর জানান, যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি বলেন, “জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য হল যুব সমাজকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা এবং দেশের সঠিক নেতৃত্ব তৈরি করা। আমরা একসাথে কাজ করে মানুষের সমস্যা সমাধান এবং গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করব।”
ভিক্টর আরও বলেন যে যুব কংগ্রেসের মূল উদ্দেশ্য হল দেশজুড়ে সংগঠনের ভিত্তি শক্তিশালী করা এবং যুব সমাজকে রাজনৈতিক সচেতন করে তোলা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct