আপনজন ডেস্ক: স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ছয় বছরের চুক্তিতে তাকে দলে নেওয়ার বিষয়টি আজ শুক্রবার বিবৃতি দিয়ে জানায় লা লিগার দলটি।
বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল বার্সেলোনায় যেতে পারেন ওলমো। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
এক দশক পর বার্সেলোনায় ফিরলেন তিনি। ২০০৭ সালে এস্পানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর। সেখান থেকে ২০১৪ সালে পাড়ি জমান ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে। তার ‘বাই আউট ক্লজ’ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।
ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। ফুটবল ওয়েবসাইট ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বার্সেলোনার খরচ হবে সাড়ে পাঁচ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ খরচ হতে পারে আরো ৭০ লাখ ইউরো। ২০২০ সালে তিনি যোগ দেন লাইপজিগে।
জার্মান দলটির হয়ে পাঁচ মৌসুমে ১৪৮ ম্যাচে গোল করেন ২৯টি। দুইবার জার্মান কাপ ও একবার জার্মান সুপার কাপ জয়ের স্বাদ পান তিনি। আগামী ১৭ অগাস্ট ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের বার্সেলোনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct