আপনজন ডেস্ক: অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার পথে থাকা মোহাম্মদ শামি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরবেন বলে আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর। ওই ম্যাচ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আবার খেলতে দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারকে।
গত বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে শামি। বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে তাঁর পায়ে সফল অস্ত্রোপচার হয়। এর পর থেকেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময়ে তিনি আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট মিস করেছেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শামি এ মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনপ্রক্রিয়ার শেষ পর্যায় পার করছেন। অস্ত্রোপচারের পর গত মাসে তিনি প্রথমবারের মতো বোলিং করেছেন। চোটাক্রান্ত স্থানে কোনো রকম ব্যথা অনুভব না করায় ধীরে ধীরে বোলিংয়ের গতি বাড়িয়েছেন।
সম্প্রতি শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে ভারতীয় দল। সফরে যাওয়ার আগেই ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, শামি বোলিং শুরু করেছেন এবং ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে ফেরাই তাঁর লক্ষ্য।
আগারকার বলেছিলেন, ‘আমরা কমবেশি জানি, এ মুহূর্তে দলে কিছু চোট-সমস্যা আছে। তবে আশা করি, তারা ফিরে আসবে। শামি বোলিং শুরু করেছে, যা ভালো লক্ষণ। (বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে) ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। ওই সময়ের মধ্যে শামিকে ফেরানো সব সময় আমাদের লক্ষ্য ছিল। আমি জানি না ফেরার জন্য তাকে কত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এনসিএর কাছ থেকে জানতে হবে।’
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নির্বাচকদের এরই মধ্যে শামির অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে এনসিএ। এখন শামিকে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে হবে। তিনি কতটা ফিট, তা দেখার জন্য আগামী ৫ সেপ্টেম্বর থেকে অন্ধ্র প্রদেশের অনন্তপুরে শুরু হতে চলা দুলীপ ট্রফির (প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা) অন্তত একটি ম্যাচ খেলানো হতে পারে। এ ব্যাপারে নির্বাচকেরা শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবেন।
বাড়িতে হামলার খবর পুরোটাই গুজব, জানালেন লিটন
গত মাসে কলকাতায় রাজ্য দল বেঙ্গলের সতীর্থদের সঙ্গে কয়েকটি অনানুষ্ঠানিক ফিটনেস সেশনে অংশ নেন শামি। সে সময় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার আগে বেঙ্গলের হয়ে খেলতে চান।
এ মৌসুমে ভারত নিজেদের মাটিতে পাঁচটি টেস্ট খেলবে। বাংলাদেশের পর ভারত সফরে করবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে রোহিত শর্মার দল খেলবে তিনটি টেস্ট। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে দেরি হলে শামি যদি ঘরের মাঠে সব কটি টেস্ট মিসও করেন, তাতেও কোনো সমস্যা দেখছে না বিসিসিআই। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে যেন ফিরতে পারেন, সে জন্য তাঁকে আরও সময় দিতে চায় বোর্ড।
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে রঞ্জি ট্রফিতেও খেলতে পারেন শামি। তা ছাড়া ভারত জাতীয় দলের আগে ‘এ’ দল প্রথম শ্রেণির দুটি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে। শামি চাইলে ‘এ’ দলের হয়েও খেলতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct