মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: ঘুমন্ত অবস্থায় মাটির ঘর ভেঙে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের লোকজন। গত বুধবার রাত্রি একটা নাগাদ ঘটনাটি ঘটে নলহাটি ২ নম্বর ব্লকের বিড়লচৌকি গ্রামে। শুক্রবার খবরটি প্রকাশ্যে আসে।পরিবার সূত্রে জানা গেছে, ভয়াবহ ওই রাতে বিড়লচৌকি গ্রামের মোঃ নঈম উদ্দিন বাড়ির কর্তা সহ তার পরিবারের সদস্যরা মাটির দোতলা টিনের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ঐদিন ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। মধ্যরাতে ঘর ভাঙ্গার বিকট আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
সেই সঙ্গে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ভেঙে যাওয়া মাটির ঘরের ভিতর থেকে চারজন সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ক্ষতিগ্রস্ত পরিবারের চার সদস্য। স্থানীয়দের অনুমান কয়েক দিনের টানা দিনের বৃষ্টির ফলে জল জমে মাটির ভিত নষ্ট হয়ে বসত ঘর পড়ে গেছে। তবে পরিবারের সদস্যদের কারো কোন আঘাত না হলেও মৃত্যুর হাতছানির আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের কর্তা মুহাম্মদ নঈম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সাংসারিক আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী সহ কয়েক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। হুড়মুড়িয়ে ঘর ভেঙ্গে মাটির চাপে দুমড়ে মুচড়ে গিয়েছে সাংসারিক আসবাবপত্র। ইতিমধ্যে ব্লক প্রশাসনের কাছে সরকারি ভাবে বাড়ি নির্মাণের সাহাজ্যের আবেদন জানানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct