নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শুক্রবার ভারতীয় যুব কংগ্রেস এর ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হলো নদীয়া জেলার চাপড়া বিধানসভা এলাকার ব্লক কংগ্রেস ভবনে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন চাপড়া ভূমি পুত্র পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা মুখপাত্র আসিফ খান।তিনি বলেন আজকের দিনটা ভারতের প্রত্যেক যুব সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ সুতরাং এই দিনটা স্বরণীয় রাখার জন্য আমরা দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নতুন বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করলাম এলাকার বিভিন্ন জায়গায়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন চাপড়া বিধানসভার জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সেরিনা খান,ঝরণা মন্ডল,নাসিম আহমেদ, ইমরান সর্দার,আব্দুল হামিদ মন্ডল, ইয়ামিন বিশ্বাস, জিন্দার আলি সেখ সহ স্থানীয় নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct