আপনজন ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্কে তিক্ততার জের ধরে লাতিন আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল ও নিকারাগুয়া একে অপরের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে।
বৃহস্পতিবার ঘটা এ ঘটনার ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কে চলমান অস্বস্তি কূটনৈতিক বৈরিতায় রূপ নিয়েছে।
ব্রাজিলের কূটনৈতিক একটি সূত্র বলেছে, সম্প্রতি নিকারাগুয়ায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের এক আচরণ দুই দেশের সম্পর্কের আগুনে ঘি ঢালে। নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় একটি সরকারি অনুষ্ঠানে অংশ না নেয়াকে কেন্দ্র করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নিকারাগুয়ায় স্যান্ডিনিস্তা বিপ্লব স্মরণে গত ১৯ জুলাই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওই বিপ্লবের মধ্য দিয়েই দেশটিতে ক্ষমতায় আসেন দানিয়েল ওরতেগা।
সূত্রটি জানায়, অনুষ্ঠানে শুধু ব্রাজিলের রাষ্ট্রদূত নন, আরো অনেক কূটনীতিক অনুপস্থিত ছিলেন। কিন্তু নিকারাগুয়া সরকার ব্রাজিলের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয়। জবাবে ব্রাজিল সরকারও সেখানে নিযুক্ত নিকারাগুয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct