নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতার আরজি কর হাসপাতালের ইমারজেন্সি ভবনের চারতলার সেমিনার রুমে এক তরুণী চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় রহস্যজনক মৃত্যু দেখিয়ে দিচ্ছে আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা কি বিপর্যয়কর অবস্থায় রয়েছে। রাত দুটোয় তিনি ঐ রুমে বিশ্রাম নিতে গিয়েছিলেন। সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর দেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এইরকম একটি মর্মান্তিক, বর্বরোচিত ঘটনা কলকাতার একটি নামকরা হাসপাতালের মধ্যে কিভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলল আইএসএফ। আইএসএফ এই ঘটানর তদন্ত দাবি করে এক বিবৃতিতে বলেছে, কলকাতা শহরের মধ্যে একটি হাসপাতালের কর্মরত জুনিয়র ডাক্তারেরর এভাবে মৃত্যু আইনশঙ্খলার অবনতির উজ্জ্বল প্রমাণ। রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি, সাধারণ মানুষের নিরাপত্তা বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বিপন্ন। গণপিটুনিতে মানুষ খুন হয়ে যাচ্ছেন। গত দুইমাসে প্রায় ১৫টি এইধরণের ঘটনা ঘটেছে। পুলিশী অত্যাচারেও মানুষ মারা যাচ্ছেন। আবু সিদ্দিক হালদার, আমাদের একজন একনিষ্ঠ কর্মী, তাকে মিথ্যা অজুহাতে থানায় তুলে নিয়ে বর্বরোচিত অত্যাচার করা হল। তার জেরে মারা গেলেন আবু সিদ্দিক। এই প্রতিটি খুনের সুবিচার চাই। আজ কলকাতার বুকে একটি সরকারী হাসপাতালের মধ্যে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল তারও সুবিচার চাই। আমরা এর কঠোর ভাষায় ধিক্কার জানাচ্ছি। বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct