আপনজন ডেস্ক: প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল কার্যত ভারত-পাকিস্তান লড়াইয়ে পরিণত হয়েছিল। একদিকে ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, অন্যদিকে, পাকিস্তানের আরশাদ নাদিম। এই লড়াইয়ে নীরজ আরশাদকে হারাতে ব্যর্থ হলেন। তিনি জিতলেন রুপো। সোনা জিতলেন নাদিম। রুপো পেলেন নীরজ। প্রথম থ্রো ফাউল হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় ৯২.৯৭ মিটার থ্রো করেন নাদিম। নীরজেরও প্রথম থ্রো ফাউল হয়। এরপর দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন পাঠান নীরজ। এটাই চলতি মরসুমে তাঁর সেরা থ্রো। কিন্তু তাতেও সোনা জিততে পারলেন না নীরজ। সারা ভারত ধরে নিয়েছিল, এই ইভেন্টে সোনা আসবে। কিন্তু নীরজ রুপো পাওয়ায় হতাশ ক্রীড়াপ্রেমীরা।
এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতাতেই ৯০ মিটার থ্রো করতে পারেননি নীরজ। এদিনও পারলেন না। ৯০ মিটারের কাছাকাছি গিয়েই থেমে যেতে হল। ৬ থ্রোয়ের মধ্যে ৫টিই ফাউল হল। অন্যদিকে, ২ বার ৯০ মিটারের বেশি থ্রো করলেন নাদিম। তাঁর ষষ্ঠ থ্রো হয় ৯১.৭৯ মিটারের। এর আগে কোনও অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ে একই প্রতিযোগিতায় ২ বার ৯০ মিটারের বেশি থ্রো করতে পারেননি। এদিন নতুন নজির গড়লেন পাকিস্তানি অ্যাথলিট। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন গ্রেনাদার অ্যাথলিট অ্যান্ডারসন পিটার্স। তাঁর সেরা থ্রো ৮৮.৫৪ মিটারের।
পাকিস্তানের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নাদিম। তাঁর এই সাফল্যে পাকিস্তানের ক্রীড়ামহলে উচ্ছ্বাস। নাদিম সোনা জেতায় প্যারিস অলিম্পিকে পদক তালিকায় উপরেেউঠে এসেছ পাকিস্তান। নীরজ সোনা হারানোয় প্যারিসে ভারতের অন্য কোনও অ্যাথলিট সোনা পাচ্ছেন না। ৫ পদক নিয়ে এখন ৬৩ নম্বরে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct