আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদে এক অ্যাডভোকেট কমিশনার দ্বারা সমীক্ষা করার উপর শুক্রবার সুপ্রিম কোর্ট তার স্থগিতাদেশের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন বিবেচনা করার আবেদন জানান আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। গত ১ আগস্ট এলাহাবাদ হাইকোর্টের রায়ের উল্লেখ করে জৈন বলেন, সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের আবেদন অকার্যকর হয়েছে। তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নভেম্বরে এই মামলার শুনানি হবে। বেঞ্চ বলেছে যে বিষয়টি নিয়ে বিস্তৃত যুক্তিতর্ক প্রয়োজন এবং এই মাসের শুরুতে হাইকোর্টের জারি করা একটি সম্পর্কিত আদেশও খতিয়ে দেখতে হবে। ২০২৪ সালের ১ আগস্ট হাইকোর্ট বলেছিল শাহী ঈদগাহ বিতর্কে ১৮টি মামলার একসঙ্গে বিচার চলতে পারে। মামলার বিষয় গঠনের জন্য গত ১২ আগস্ট দিন ধার্য করে হাইকোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct