আপনজন ডেস্ক: বিতর্কিত ওয়াকফ বোর্ড সংশোধনী বিল খতিয়ে দেখতে শুক্রবার বাজেট অধিবেশনের শেষ দিনে ৩১ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উভয় সভায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন।
লোকসভায় এই কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, নিশিকান্ত দুবে এবং দিলীপ শইকিয়া, আইএনডিআইএ জোটের গৌরব গগৈ (আইএনসি), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) এবং এ রাজা (ডিএমকে)। রাজ্যসভার এই কমিটিতে রয়েছেন বিজেপির রাধামোহন দাস আগরওয়াল, গুলাম আলি, কংগ্রেসের সৈয়দ নাসির হুসেন, ওয়াইএসআরসিপির ওয়াই বিজয়সাই রেড্ডি এবং আপের সঞ্জয় সিং। বৃহস্পতিবার লোকসভায় বিলটি পেশ করার সময় বেশ কয়েকজন বিরোধী সদস্য এর বিরোধিতা করেন এবং সরকারকে বৃহত্তর আলোচনার জন্য আইনটি পাঠানোর আহ্বান জানান। বিল পেশ করার সময় রিজিজু বলেন, ওয়াকফ বোর্ড মাফিয়াদের দখলে গিয়েছে।
বিজেপির শরিকরাও মনে করছে, বিলটি খতিয়ে দেখা উচিত। শরিকরা সংসদে বিলটিকে সমর্থন করলেও পর্দার আড়ালে তারা সরকারকে বৃহত্তর আলোচনা না করে আইনটি পাস না করার আহ্বান জানিয়েছিল। লোক জনশক্তি পার্টি বিজেপির একমাত্র শরিক যারা বিলটি একটি কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিল, অন্যদিকে জেডিইউ চেয়েছিল আইনটি কার্যকর করা হোক।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের চারজন সাংসদ থাকলেও কমিটিতে তাদের কোনও প্রতিনিধিত্ব নেই বলে অভিযোগ তুলেছেন দলের সাংসদ ইটি মহম্মদ বশির।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct