সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: উলুবেড়িয়া শহরকে নির্মল পৌরসভার করার লক্ষ্যে বৃহস্পতিবার ডেঙ্গু বিজয় অভিযানের কর্মসূচি অনুষ্ঠিত হল উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে। উল্লেখ্য,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। তাই ডেঙ্গু মোকাবিলায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা শহরের ৩২টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন।
পুর এলাকার কোথাও ভাঙা টব, বালতি বা অন্য কিছুতে জল জমে রয়েছে কিনা-সেই বিষয়েও তাঁরা নজর রাখছেন।উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান,”আমাদের পুর এলাকায় ডেঙ্গুর প্রকোপ কোনরকম দেখা যায়নি।তবু এই রোগে যাতে কেউই আক্রান্ত না হন, সেজন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।তিনি আরও জানান,আগামীদিনে উলুবেড়িয়া শহরকে নির্মল পৌরসভা করার লক্ষ্যে আমরা আমাদের পৌরসভার
২২-২৬নং ওয়ার্ডের নির্মল সাথী,নির্মল বন্ধু,ডেঙ্গু প্রতিরোধ কর্মী এবং আশাকর্মীদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক আলোচনাসভা সারলাম।এদিনের এই কর্মসূচিতে পৌরসভার চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সিআইসি সদস্য আকবর শেখ,কাউন্সিলর শুক্লা ঘোষ,নির্মল কুমার যাদব, হাসিবুর রহমান,তাণভী নিজাম মোল্লা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct