দেবাশীষ পাল, মালদা, আপনজন: ডেঙ্গু মোকাবিলা শহর জুড়ে সচেতনতা মিছিল। জেলা প্রশাসন ও রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়ে ছিল সচেতনতা মিছিলে। মিছিলে পা মেলান, জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পীযূষ শালুঙ্খে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখার সভাপতি ডা: ডি এন সরকার সহ অন্যান্য আধিকারিকরা।
মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলার বার্তা দেয়। পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনি ময়দান এলাকায়।
সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেডক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান, জেলাশাসক ও পুরপ্রধান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct