নিজস্ব প্রতিবেদক, নিমপীঠ, আপনজন: বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জয়নগরের নিমপীঠের রামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র।তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেই দিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা।সুন্দরবনেরকুলতলিতে এসেছিলেন তৎকালীন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে জয়নগরের নিমপীঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে আসেন। রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদার মূর্তি দর্শন করতে মন্দিরা গৃহে প্রবেশ করেছিলেন তিনি। আর সেখানেই ঠাকুরদের প্রণাম করেই গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন।যা অতীতে ওই ভূমিকায় কখনো দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে।আর সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন বৃহস্পতিবার নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দজী মহারাজ।তিনি এদিন বলেন,ভালো মনের মানুষ চলে গেল।ওনাকে কাছ থেকে সেই সময় দেখেছিলাম।আর আজ ওনার মৃত্যু সংবাদ শুনে মনটা ভারকান্ত হয়ে গেল।আর ওনার ওদিনের ছবি গুলো আজ শুধু চোখের সামনে ভেসে উঠছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct