সাবের আলি, বড়ঞা, আপনজন: আস্তাকুঁড়ে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে সেটি একটি স্বাস্থ্যকেন্দ্র। দূর থেকে দেখলে মনে হবে কোনও জঞ্জাল পূর্ণ পরিত্যক্ত বাড়ি, যদিও ভেতরে প্রবেশ করার পর এক অন্য চিত্র লক্ষ্য করা যাবে। এমনই বেহাল অবস্থা মুর্শিদাবাদের, বড়ঞা ব্লকের কুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। কেন্দ্রের বেহাল অবস্থা সংবাদে আসতেই সংস্কার শুরু পঞ্চায়েতের। বৃহস্পতিবারের এই ঘটনা বড়ঞা ব্লকের কুলি উপ স্বাস্থ্যকেন্দ্রের। এদিন সেখানে নোংরা আবর্জনা সরিয়ে বাসিন্দাদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর রাস্তা করা হল। নোংরা জমা জলও বের করে ফেলা হল। ফলে স্থানীয় বাসিন্দা সহ স্বাস্থ্য কর্মিরা খুশি।
প্রসঙ্গত, সম্প্রতি ‘আপনজন,’ পত্রিকায় ওই উপ স্বাস্থ্যকেন্দ্রের করুণ ছবি তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়েছিল। বলা হয়েছিল, স্বাস্থ্যকেন্দ্র নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বাজারের নোংরা জল জমা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। এমনকি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তাও নোংরা জলে ঢাকা পড়ে গিয়েছে। ফলে বাসিন্দারা নোংরা জল মাড়িয়েই স্বাস্থ্যকেন্দ্রে আসছেন।
এরপর বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন নড়েচড়ে বসে। এদিন সকালেই সেখানে স্থানীয় কুলি পঞ্চায়েতের পক্ষ থেকে চত্বরের নোংরা জল বের করে দেওয়ার সাথে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা করা হয়েছে ইটের টুকরো ফেলে। পঞ্চায়েত প্রধান জেসমিনা বেগম বলেন, পঞ্চায়েত সাধ্যমত চেষ্টা চালিয়েছে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা দূর করতে। আমাদের আরও কাজ করার সদিচ্ছা থাকলেও এই মুহুর্তে কিছু করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।
ওই স্বাস্থ্যকেন্দ্রের হেলথ অ্যাসিটেন্ট রিণা খাতুন বলেন, গত কাল যাঁরা এসেছিলেন তাঁদেরও নোংরা জল ঠেলে আসতে হয়েছিল। কিন্তু আজ আর কোন সমস্যা নেই। পঞ্চায়েতের কাজে আমরা খুশি। প্রায় একই বক্তব্য এদিন ওই স্বাস্থ্যকেন্দ্রে আসা অন্যান্য বাসিন্দাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct