আপনজন ডেস্ক: জাঁকজমকপূর্ণ এক প্রেজেন্টেশনের মধ্য দিয়ে কয়েক দিন আগে কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে তাকে স্বাগত জানানো হয়েছিল। এরপর সবার চোখ ছিল অনুশীলনে। কবে দেখা যাবে তাকে। অবশেষে যোগ দিলেন লস ব্লাঙ্কোসদের অনুশীলনেও।
ক্লাব প্রীতি ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। এবার তৈরি হচ্ছে সুপার কাপের জন্য। আগামী সপ্তাহে আতালান্তার বিপক্ষে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেই লক্ষ্যে চলছে অনুশীলনও।
সেই অনুশীলনে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। সঙ্গে যোগ দিয়েছেন ছুটিতে থাকা বেশ কয়েকজন ফুটবলারও।
ছুটিতে থাকা ফুটবলাররা হলেন এমবাপ্পে, অরিলিয়ে চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফারলান মেন্দি। শেষ অনুশীলনে তাদের সবাইকে দেখা যায়।
যদিও কোচ আনচেলত্তি দেখবেন এমবাপ্পে সম্পূর্ণ ফিট কি না। সম্পূর্ণ ফিট হওয়ার আগে ফরাসি এই তারকাকে খেলানোর কথা ভাবছেন না রিয়াল বস।
প্রথমদিনেই নতুন ক্লাব সতীর্থদের সঙ্গে তাকে খোশমেজাজেই দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলা মাদ্রিদ!’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct