আপনজন ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং লেবানন ভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকর হত্যাকাণ্ডে ইসরায়েলে ব্যাপক হামলার আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কার কারণে দখলদার এই দেশটিতে ভূগর্ভস্থ হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরে বিশালাকার ভূগর্ভস্থ হাসপাতাল রয়েছে। সহস্রাধিক শয্যার ওই হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রসূতি ওয়ার্ডও রয়েছে। হাসপাতালের এক প্রান্তে চিকিৎসা সরঞ্জাম এনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো রোগী নেই।
২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর রামবাম মেডিক্যাল সেন্টার এই বাংকার তৈরি করেছে। সাধারণত এটি গাড়ি পার্কিংয়ের বহুতল স্থাপনা। তবে এটি তিন দিনেরও কম সময়ে হাসপাতালে রূপান্তরে সক্ষম। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আক্রমণ চালানোর পর ভূগর্ভস্থ হাসপাতালটি প্রস্তুত রাখা হয়েছে।
সম্প্রতি ইরান-ইসরায়েল উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চিকিৎসকরা বলছেন, হাইফা শহরে বড় হামলা হলে হতাহতদের সামলাতে প্রস্তুত আছেন তারা।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভূগর্ভস্থ ওই হাসপাতালে দুই হাজারের বেশি শয্যা রয়েছে। ইসরায়েল বড় ধরনের হামলার শিকার হলে পার্শ্ববর্তী হাসপাতালগুলো থেকে রোগীদের সেখানে সরিয়ে নেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে সেখানে।
মেডিক্যাল সেন্টারের পরিচালক ডা. আভি ওয়েইসম্যান বলেন, ‘কবে, কখন, কোন সময় এই হামলা হতে পারে কেউ জানে না। আমরা এ ব্যাপারে অনেক কথা বলেছি। মানুষজন উদ্বিগ্ন রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct