বিশেষ প্রতিবেদক, ডোমকল, আপনজন: ক্যান্সার চিকিৎসায় রোগীদের কাছে ভরসা ও আস্থার নিউট্রিশনাল চিকিৎসক হয়ে উঠেছেন ডোমকলের অনকোলজিক্যাল নিউট্রিশানিস্ট ও ডায়াটিশিয়ান এ আলম বিশ্বাস। বিভিন্ন জায়গার ক্যান্সার রোগীরামনের আতঙ্ক দূর করতে ও নিউট্রিশনাল পরামর্শ পেতে ছুটে আসছেন তাঁর কাছে।
ক্যান্সার রোগীদের খুব কম খরচে সেবা করার দাবি জানিয়ে এ আলম বিশ্বাস বলেন, কেমোথেরাপি বা কেমো নিতে নিতে একটা সময় আসে যখন কেমো কিংবা ঔষধ আর কাজ করে না,যাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর বলে। এই এমডিআরকে প্রতিহত করে পুনরায় কেমো চালু করার ক্ষমতা রাখে কিছু প্রাকৃতিক কম্পাউন্ড যেমন কারকিউমিন,কোয়ারসেটিন,ইজিসিজি,রেসভেরাট্রল,ইলাজিক এসিড ইত্যাদি। বেশিরভাগ কেমোথেরাপি ড্রাগের কারসিনোজেনিক প্রপার্টি রয়েছে, তারা নিজেরাই রোগীর দেহে ইনফ্লেমেশন ও ফ্রি র্যাডিকল তৈরি করে ক্যান্সার সৃষ্টি করতে পারে।সেজন্য অনেক সময় দেখা যায় রোগী কেমো নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কিছু প্রাকৃতিক কম্পাউন্ড রয়েছে যারা কেমো নেবার সময়ে কেমোথেরাপির ক্ষতিকর প্রভাব থেকে রোগীর শরীরকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, কেমোথেরাপি, রেডিয়েশনের পাশাপাশি রোগীকে যদি কিছু ফাইটোনিউট্রিয়েন্ট যৌথভাবে দেওয়া হয় তবে থেরাপি অনেক ভালো কাজ করে।
আশিকুল অলমের মতে, যেসব রোগী কেমো নেবার আগে অনকোলজিক্যাল নিউট্রিশানিস্টের পরামর্শমতো খাবার ও সাপ্লিমেন্ট খান, তাদের কেমো নিতে অসুবিধা হয় না।অথচ যারা সঠিকভাবে নিউট্রিশন পান না তারা কেমো নিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন। অনেকে কেমো নিতে পারেন না অথবা কেমো নিয়ে আসার পর শরীরিক অবনতি হয়, এমনকি অনেকের মৃত্যু পর্যন্ত হয়। আশিকুল আলম আরও জানান, ক্যান্ন্সার রোগীদের ডায়েট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকা, ইংল্যান্ড সহ উন্নত দেশগুলোর ক্যান্সার সংক্রান্ত গবেষক, ডাক্তারদের লেখা বই ও রিসার্চ জার্ণাল পড়ে গবেষণা লব্ধ একটি আন্তর্জাতিক গাইডলাইন তৈরি করে ক্যান্সার রোগীদের চিকিৎসা করে খুব ভালো ফল পাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct