আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের ভাই শহীদ সাজু সোসাইটি পক্ষ হইতে ত্রাণ নিয়ে পৌঁছালেন লাভপুরে বন্যা কবলিত ১৫টি গ্রামে। লাভপুর ঠিবা অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ স্বয়ং। বন্যা কবলিত এলাকায় প্রত্যেকটি মানুষ যাতে নিজ নিজ ও ত্রাণ সামগ্রিক পেতে পারে তার জন্য কাজল শেখ নিজে বিতরণের কাজে হাত লাগালেন। কাজল শেখ জানান ৭২০ টি পরিবারকে ত্রাণ সমগ্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সমগ্র ত্রাণ এর পরিমাণ ছিল চাল ১২৭ কুইন্টাল কুড়ি কেজি, আলু ৩৬ কুইন্টাল, পিঁয়াজ ১৮ কুইন্টাল, চিনি ৩৬০ কেজি, তেল ৩৬০ লিটার, মুড়ি ৭ কুইন্টাল ২০ কেজি, মুসুরির ডাল ৭ কুইন্টাল ২০ কেজি, বিস্কুট ৭২০ প্যাকেট, টোস্ট ৭২০ প্যাকেট, লবণ ৩৬০ কেজি, চা ৭২০ প্যাকেট, লঙ্কা ৭২০ প্যাকেট, হলুদ ৭২০ প্যাকেট, জিড়ে ৭২০ প্যাকেট। ত্রাণ সামগ্রী পেয়ে গ্রামের মানুষেরা খুবই আনন্দিত। কাজল শেখের এই মহতী উদ্যোগকে গ্রামের মানুষেরা সাধুবাদ জানিয়েছেন। এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সভাধিপতি কাজল শেখ ,নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও ঠিবা অঞ্চলে শাহিন শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়া ঠিবা অঞ্চলে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct