চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: সুন্দরবনের মানুষ কৃষি নির্ভর।আর সুন্দরবনের গ্রামীণ যুবক যুবতীদের কৃষি নির্ভর ব্যবসায়িক উদ্যোগের লক্ষ্যে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে ৩০ দিনের প্রশিক্ষণ।শিবির।এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভারত সরকারের ‘ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের’ ARYA প্রকল্পের মাধ্যমে উদ্যোগী যুবক যুবতীদের কৃষিভিত্তিক ব্যবসা শুরু করানো ও তাদের উপার্জনের সুযোগ করে দেওয়া। এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের বিভিন্ন ব্লক থেকে ৩০ জন উৎসাহী যুবক যুবতীকে নিয়ে কৃষি নির্ভর উদ্যোগ যেমন- হটিকালচার নার্সারি, মাশরুম চাষ, মাছের হ্যাচারি ও মুরগির হ্যাচারি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।এই প্রশিক্ষণ শিবিরটি ২৯শে জুলাই থেকে শুরু হয়েছে ,যার প্রথম ১৫ দিন কৃষি বিজ্ঞান কেন্দ্রে হাতে-কলমে শেখানো হচ্ছে এই বিষয়ে।আর শেষের ১৫ দিন তাদেরকে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে সফল কৃষি উদ্যোগীদের ফার্মে থেকে তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরটি সম্পন্ন হবে।এই প্রশিক্ষন শিবিরের প্রশিক্ষক কৃষি বিশেষজ্ঞ অরিত্র সরকার বলেন,গ্রামীন যুবক যুবতীদের কৃষি নির্ভর ব্যবসায়িক উদ্যোগ বাড়ানোর লক্ষে এই প্রশিক্ষন শিবিরের ব্যবস্থা করা হয়েছে।এর মাধ্যমে প্রশিক্ষন রত যুবক যুবতীরা কর্মসংস্থানের লক্ষে এগোতে পারবে।দক্ষিন ২৪ পরগনার জয়নগর ১,২,কুলতলি,মথুরাপুর ১,২, কুলপি, নামখানা, কাকদ্বীপ, মন্দিরবাজার, কাকদ্বীপ, সাগর সহ মোট ১৫ টি ব্লক থেকে ৩০ জন অংশ গ্রহন করেছে।এই শিবির টি শেষ হবে ২৭ শে আগস্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct